ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির সম্ভাবনায় আগে বোলিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, জুন ২৫, ২০১৫
বৃষ্টির সম্ভাবনায় আগে বোলিং ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে বৃষ্টির প্রবল সম্ভাবনা জেগেছিল। টসের ঠিক আগ মুহূর্তে মিরপুরের আকাশ মেঘে ভারি হয়ে ওঠে।

বৃষ্টি হবে এমনটা ভেবেই টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তবে, শেষ পর্যন্ত বৃষ্টি না হওয়ায় টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা দিন শেষে যুতসই হয়নি। আগে ব্যাট করে সফরকারী ভারত ৩১৮ রানের বড় লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশের সামনে। জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ২৪০ রানে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, টসে জিতে ফিল্ডিং নেওয়ার কারণ ছিল শুধুমাত্র বৃষ্টি। ৫১ ভাগ বৃষ্টির সম্ভাবনা ছিল। ডাক ওয়ার্থ লুইস মেথডে পরে ব্যাটিং করলে সবসময় সুবিধা হয়। দুর্ভাগ্যবশত বৃষ্টি হলো না।

তৃতীয় ওয়ানডে স্কোয়াডে হঠাৎ করে জুবায়ের হোসেনকে রাখা এবং তাকে না খেলানো প্রসঙ্গে মাশরাফি বলেন, জুবায়েরকে দলে রাখা হয়েছিল আসলে খেলার জন্য না। সামনের দক্ষিণ আফ্রিকা সিরিজে জুবায়েরকে লাগতে পারে। ওরও একটু অভিজ্ঞতা হলো টিমের সঙ্গে থাকার। জেতার পরে ড্রেসিংরুমের অবস্থা কেমন থাকে সেটাও দেখার।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৫     
এসকে/এমজেড/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।