ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আঙ্গুলের চোটে ব্রড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, ডিসেম্বর ১৫, ২০১৩
আঙ্গুলের চোটে ব্রড

ঢাকা: ইংল্যান্ড দলের পেসার স্টুয়ার্ড ব্রড ডান পায়েল আঙ্গুলে চোট পেয়েছেন। পায়ের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে স্ক্যান পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

রোববার অস্ট্রেলিয়ান পেসার মিচেল জনসনের ইয়র্কার বলে তিনি চোটে পান।

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ড অসিদের চেয়ে ১৩৪ রানে পিছিয়ে ছিলো। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৩৬৯ রানের লিড নিয়েছে মাইকেল ক্লার্ক বাহিনী।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন,‘এক্সরে করার জন্য স্টুয়ার্ড ব্রডকে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মিচেল জনসনের ইর্য়কার বলে পায়ে চোট পেয়েছেন। ’

স্টুয়ার্ড ব্রড পাঁচ রান করে জনসনের কাছে এলবিডাবলিউর শিকার হন। জনসনের পেস বলটি ছিলো মিডেল স্টেম্পের দিকে, আর পুস করা চেষ্টা করলেও ডান পায়ে বলটি আঘাত হানে। স্টুয়াডকে নিয়ে নিশ্চিত নয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তাকে ছাড়াই খেলতে হতে ইংল্যান্ড দলকে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ১৫ ডিসেম্বর ২০১৩
সম্পাদনা: নুরুজ্জামান ফারাবি, স্টাফ করেসপন্ডেন্ট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।