ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

‘এক শর্তে’ এশিয়া কাপ ট্রফি ফেরত দেবেন নকভি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, সেপ্টেম্বর ৩০, ২০২৫
‘এক শর্তে’ এশিয়া কাপ ট্রফি ফেরত দেবেন নকভি, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ভারতের সংগৃহীত ছবি

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসিসি) প্রধান মহসিন নকভি এশিয়া কাপের ট্রফি ও মেডেল নিয়ে হোটেলে ফিরে যাওয়ায় বিশ্ব ক্রিকেটে চরম বিতর্ক তৈরি হয়েছে। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারানোর পর ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দেয়, তারা নকভির হাত থেকে ট্রফি নেবে না; বরং কোনো নিরপেক্ষ কর্মকর্তার হাত থেকেই ট্রফি গ্রহণ করবে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়েও নকভি হঠাৎ অনুষ্ঠান ছেড়ে চলে যান। তারপর থেকেই ট্রফি ও মেডেল ভারতীয় দলের কাছে পৌঁছায়নি। ইতিমধ্যে ভারতীয় দল দেশে ফিরে গেছে, তবে ট্রফি ফেরত আসবে কবে, সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই।

ক্রিকবাজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক ব্যক্তিত্ব নকভি ট্রফি ফেরানোর শর্ত জুড়ে দিয়েছেন। তিনি নাকি আয়োজকদের জানিয়েছেন, একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হলে, যেখানে তিনি নিজ হাতে সূর্যকুমার যাদবদের ট্রফি ও মেডেল তুলে দিতে পারবেন, তখনই কেবল ভারতকে পুরস্কার দেওয়া হবে। তবে ভারত–পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সম্পর্ক বিবেচনায় এমন আয়োজন হওয়া প্রায় অসম্ভব।

এ বিষয়ে বিসিসিআই সচিব দেবজিত সইকিয়া ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমরা আগে থেকেই ঠিক করেছিলাম, এসিসি চেয়ারম্যান যিনি পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা, তার হাত থেকে ট্রফি নেব না। তবে এর মানে এই নয় যে তিনি ট্রফি আর মেডেল নিজের সঙ্গে নিয়ে চলে যাবেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। ’

তিনি আরও জানান, ‘আমরা আশা করছি ট্রফি ও মেডেল দ্রুত ভারতের কাছে ফেরত দেওয়া হবে। নভেম্বরের শুরুতে দুবাইতে আইসিসি কনফারেন্স আছে। সেখানে আমরা এসিসি সভাপতির এই আচরণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাব। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ