এশিয়া কাপের মঞ্চে আজ দুবাইয়ে ইতিহাস গড়তে নামছে ভারত ও পাকিস্তান। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ফাইনাল ঘিরে জল্পনা চলছে পাকিস্তানের একাদশে পরিবর্তন আসবে কি না তা নিয়ে। স্থানীয় গণমাধ্যম বলছে, মিডিয়াম ফাস্ট বোলার হাসান নওয়াজ জায়গা পেতে পারেন দলে। যদিও সুপার ফোরের তিন ম্যাচের কোনোটিতেই তাকে খেলানো হয়নি।
তবে দুবাইয়ের স্পিন সহায়ক উইকেট আর ভারতীয় ব্যাটিং অর্ডারের স্পিন দুর্বলতার কথা বিবেচনা করলে বিশেষজ্ঞরা মনে করছেন, একাদশ অপরিবর্তিত রাখার সম্ভাবনাই বেশি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
এফবি/আরইউ