ঢাকা, শনিবার, ৪ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

এশিয়া কাপ সুপার ফোর: টিকিটের দাম ও বিশেষ প্যাকেজ ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৩, সেপ্টেম্বর ১৯, ২০২৫
এশিয়া কাপ সুপার ফোর: টিকিটের দাম ও বিশেষ প্যাকেজ ঘোষণা সংগৃহীত ছবি

এশিয়া কাপ ক্রিকেটে সুপার ফোর পর্বে উঠেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে শ্রীলঙ্কা জায়গা নিশ্চিত করলে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবং ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান এগিয়ে যায়।

বাংলাদেশ আগামীকাল (২০ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর অভিযান শুরু করবে। এরপর ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং পরদিন ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে লিটন-মোস্তাফিজরা। টানা দুই দিনে ম্যাচ খেলতে হবে একমাত্র বাংলাদেশকেই।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে সুপার ফোর পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে।

সাধারণ টিকিট শুরু হচ্ছে ৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৪৮৬ টাকা) থেকে।

তবে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৩৫০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ৬০২ টাকা)।

সমর্থকদের জন্য থাকছে ৫২৫ দিরহামের (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৭ হাজার টাকা) দুটি বিশেষ প্যাকেজ। দুটি প্যাকেজেই তিনটি করে ম্যাচ দেখার সুযোগ থাকবে। টিকিট পাওয়া যাবে অনলাইনে এবং দুবাই ও আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের পাশের নির্ধারিত অফিস থেকেও।

প্যাকেজ ‘এ’ 

বাংলাদেশ–শ্রীলঙ্কা
ভারত–পাকিস্তান
বাংলাদেশ–ভারত

প্যাকেজ ‘বি’ 

বাংলাদেশ–পাকিস্তান
ভারত–শ্রীলঙ্কা
ফাইনাল

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।