ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আফগানিস্তানের বিপক্ষে সেরাটা দিতে পারবে বাংলাদেশ? 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৬, সেপ্টেম্বর ১৬, ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে সেরাটা দিতে পারবে বাংলাদেশ?  ছবি: সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের লড়াই আফগানিস্তানের বিপক্ষে। রশিদ খানদের বিপক্ষে ম্যাচ টাইগারদের যাত্রা শেষ অথবা দারুণ শুরু।

কোন পথে হাঁটবে লিটন দাসরা? সেরা খেলা উপহার দিতে পারবে বাংলাদেশ? 

শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ধস নামলেও জাকের আলি ও শামীম হোসেনের অপরাজিত ৮৬ রানের জুটি শেষ পর্যন্ত লড়াইয়ে রাখে বাংলাদেশকে। টপ অর্ডারের ব্যর্থতা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, নতুন বলে রান না এলে চাপে পড়ে যায় গোটা দল। তাই আফগানিস্তানের বিপক্ষে স্পটলাইট থাকবে অধিনায়ক লিটন দাসের উপর। হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকানো লিটনের ব্যাট থেকেই ম্যাচের শুরুতে ছন্দ পাওয়ার আশা করছে টাইগাররা।

কিন্তু কাজটা সহজ নয়। কারণ তাদের সামনে অপেক্ষা করছে এশিয়ার অন্যতম সেরা স্পিন আক্রমণ। নেতৃত্বে রশিদ খান, অভিজ্ঞ মোহাম্মদ নবী, বাঁ হাতি সেনসেশন নূর আহমাদ আর নতুন প্রতিভা এএম গজনফার- একইসঙ্গে চারজন মানসম্পন্ন স্পিনার বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য হয়ে উঠতে পারে বড় পরীক্ষার নাম।

অন্যদিকে, আত্মবিশ্বাসে ভরপুর আফগানিস্তান। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারানোর পর আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচে জয় পেয়েছে তারা। এশিয়া কাপের প্রথম ম্যাচেই ৯৪ রানে হংকংকে উড়িয়ে দিয়েছে রশিদ খানের দল। ব্যাটিং বিভাগেও তাদের আছে বেশকিছু হার্ডহিটার ব্যাটার। আছে বিধ্বংসী পাওয়ার হিটিংয়ের সঙ্গে ক্লাসিক্যাল ব্যাটিংয়ের সামর্থ্যও।  

সব মিলিয়ে, শ্রীলঙ্কা ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে। ব্যাট হাতে লিটন, বোলিংয়ে পেস-স্পিন মিলিয়ে যৌথ আক্রমণই হতে পারে টাইগারদের লড়াইয়ের মূলমন্ত্র। সুপার ফোরে উঠতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।

এফবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।