ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে’

একটু আগেই ফরচুন বরিশালের হয়ে বিপিএল শিরোপা জিতেছেন। এরপর এসে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে প্রশ্ন শুনতে হয় তামিম ইকবালকে।

তিনি কি ফিরবেন? তামিম জানিয়েছেন, তার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।

গত বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। দিন দুয়েক পর আবার ফেরার সিদ্ধান্তও নেন। অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলেন তামিম। কিন্তু শেষ অবধি তার জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে।  

বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি। বিপিএলের ভেতরই তার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল। কিন্তু সেটি এখনও জানাননি তামিম। ফরচুন বরিশালকে বিপিএল চ্যাম্পিয়ন করার পর এই ওপেনার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক করতে হবে।

তিনি বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই (নতুন প্রধান নির্বাচকের সঙ্গে)। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সম্ভবত...আমার সঙ্গে বসার কথা ছিল। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসবো। ’

‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই- আমার জন্য ফিরে আসা অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি- হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে।  এখনও যেহেতু উনাদের সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না। ’

এরপর আবার এই প্রসঙ্গে তামিম বলেন, ‘ফিজিক্যালি আমি ওই সময় আরও ভালো ছিলাম (বিশ্বকাপের সময়)। এখন তো একটু পেট টেট বের হয়েছে দেখতেছেন। শারিরীকভাবে আমি ওই সময় আরও ভালো অবস্থায় ছিলাম।  আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে মন্তব্য করা। আমি যতক্ষণ উনাদের সঙ্গে কথা না বলে থাকি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে। ’ 

বাংলাদেশ সময় : ২৩৪৫ ঘণ্টা, ১ মার্চ, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।