ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এখনই অবসর নয়, আরও এক মৌসুম খেলতে চান ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এখনই অবসর নয়, আরও এক মৌসুম খেলতে চান ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচে নাটকীয়তা দেখল ক্রিকেটপ্রেমীরা। গুজরাট টাইটান্সের বিপক্ষে বৃষ্টির কারণে ১৫ ওভারে বেধে দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে শেষ ওভারের শেষ বল পর্যন্ত জয়ের জন্য লড়তে হয় চেন্নাই সুপার কিংসকে।

 

তবে দলটি লড়েছে বেশ। শেষ ২ বলে দরকার ছিল ১০ রানের। আর এই অসাধ্য সাধন করে দেখালেন রবীন্দ্র জাদেজা। এক ছক্কা ও এক চারে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। এর আগে অবশ্য সুযোগ ছিল মহেন্দ্র সিং ধোনির সামনে। কিন্তু প্রথম বলেই আউট হয়ে তিনি ফেরেন সাজঘরে। কিন্তু ম্যাচ নয় সবার কেন্দ্রবিন্দুতে ছিল ভারতের এই সাবেক অধিনায়কের অবসর নিয়ে।

সবাই প্রায় ভেবেই বসেছিলেন, এই শিরোপা জিতে বিদায় জানাবেন ধোনি। তার জন্য বিদায়ী মঞ্চও তৈরি করে রেখেছিলেন দলের বাকি ক্রিকেটাররা। কিন্তু ধোনি ছাড়ার পাত্র নয়। খেলে যেতে চান আরও এক মৌসুম। ম্যাচ শেষে এক বক্তব্যে তিনি এসব কথা নিজেই জানান।  

আইপিএলে পঞ্চম শিরোপা জেতার পর হার্শা ভোগলের প্রশ্নের মুখোমুখি হন ধোনি। সরাসরি অবসর নিয়ে প্রশ্ন না করলেও, হার্শার ইঙ্গিত ছিল সে দিকেই। হাসতে হাসতে ধোনির জানান, ‘আপনি তাহলে একটা উত্তর খুঁজছেন তাই তো? হ্যাঁ, হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কিন্তু গত কয়েক মাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি সেটা কোনো দিনই ভোলার হয়। ’

আরও এক মৌসুম আইপিএল খেলে যাওয়ার কথা জানিয়ে ধোনি বলেন, ‘এখান থেকে ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানাতেই পারি। কিন্তু আমার কাছে আরো কঠিন চ্যালেঞ্জ হলো, পরের ৯ মাসে কঠোর পরিশ্রম করে আরো একটা আইপিএল খেলার চেষ্টা করা। এখনও আমার কাছে ভাবার জন্য ৬-৭ মাস রয়েছে। ’

এবারের আইপিএল বলতে গেলে প্রায় প্রতিটা ম্যাচ টান-টান উত্তেজনায় শেষ হয়েছে। শেষ বল পর্যন্ত গড়িয়েছে বেশির ভাগ ম্যাচ। বিষয়টি বেশ উপভোগ করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক, ‘এবারের আইপিএলের বিশেষত্ব হলো, প্রতিটা ম্যাচই টানটান উত্তেজনার। আজ আমাদের খেলায় অনেক ভুল হয়েছে। বোলিং বিভাগ ঠিকঠাক নিজেদের কাজ করতে পারেনি। কিন্তু ব্যাটিং বিভাগ সব চাপ কাটিয়ে আমাদের জয় এনে দিয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, মে ৩০, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।