ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

কর্পোরেট কর্নার

মানিলন্ডারিং প্রতিরোধ নিয়ে সম্মেলন করল উত্তরা ব্যাংক

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, অক্টোবর ৮, ২০২৫
মানিলন্ডারিং প্রতিরোধ নিয়ে সম্মেলন করল উত্তরা ব্যাংক উত্তরা ব্যাংকের সম্মেলন।

রাজধানীতে উত্তরা ব্যাংক পিএলসি’র মানিলন্ডারিং প্রতিরোধবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকার র‌্যাডিসন ব্ল্যু ওয়াটার গার্ডেনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা খন্দকার আলী সামনুনের সভাপতিত্বে সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব আঞ্চলিক প্রধান এবং শাখা-উপশাখার প্রধানরা অংশ নেন।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ