ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪
সাভারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সাভার (ঢাকা): ‘দুর্যোগে নই মোরা দিশাহীন, সঙ্গে আছে অভিজ্ঞ প্রবীণ’ স্লোগানকে সামনে রেখে সাভারে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

সোমবার দুপুরে সাভার উপজেলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।



আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে এবারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘জীবনব্যাপী সক্ষমতা’। র‌্যালি থেকে দিশেহারা না হয়ে সম্মিলিতভাবে দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানানো হয়।

র‌্যালীতে অংশ নেন সাভার স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোল্যাসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।