ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

বানে ভাসতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল, অতিভারী বৃষ্টির আভাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, সেপ্টেম্বর ৩০, ২০২৫
বানে ভাসতে পারে ৭ জেলার নিম্নাঞ্চল, অতিভারী বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার (১ অক্টোবর) থেকে এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এতে বাড়তে পারে নদ-নদীর পানির সমতল। ফলে অন্তত সাত জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, ১ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিন দেশের অভ্যন্তরে ও উজানে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

অতিভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলা; সিলেট ও ময়মনসিংহ বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলার নদীগুলো; এবং রংপুর ও রাজশাহী বিভাগের উপনদীগুলোর পানির সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।

তিস্তা নদীর পানি লালমনিরহাট ও নীলফামারী জেলায়, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি ফেনী ও চট্টগ্রাম জেলায়, আর সোমেশ্বরী ও ভুগাই-কংস নদীর পানি ময়মনসিংহ, নেত্রকোণা ও শেরপুর জেলায় সতর্কসীমায় পৌঁছাতে পারে। এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।