ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

ক্যারিয়ার

আরএফএল গ্রুপে বড় পদে নিয়োগ, ৩ জেলায় কর্মস্থল

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১২, অক্টোবর ২, ২০২৫
আরএফএল গ্রুপে বড় পদে নিয়োগ, ৩ জেলায় কর্মস্থল

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির এক্সপোর্ট অপারেশন বিভাগে সিনিয়র ম্যানেজার/এজিএম পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠান: আরএফএল গ্রুপ
বিভাগ: এক্সপোর্ট অপারেশন
পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম
পদসংখ্যা: ৩

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
বয়সসীমা: নির্ধারিত নয়
শিক্ষাগত ও অভিজ্ঞতার যোগ্যতা

আবেদনকারীদের স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। এক্সপোর্ট ডকুমেন্টেশন ও কমপ্লায়েন্স, সাপ্লাই চেইন ও লজিস্টিক অপারেশন, মোল্ড ডিজাইন, টুলরুম অপারেশন এবং পণ্য উন্নয়ন বিষয়ে ভালো জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া এমএস অফিস ও ইআরপি সিস্টেমে দক্ষতা আবশ্যক।

প্রার্থীর অন্তত ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল
হবিগঞ্জ, নরসিংদী ও রংপুর জেলায় নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী থাকছে নানান সুযোগ-সুবিধা—

প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, লাভ প্রণোদনা (পিআই), দুপুরের খাবার সুবিধা, লিভ এনক্যাশমেন্ট, ডরমিটরি সুবিধা, প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে বিশেষ ছাড় এবং ক্রেডিট কার্ডে ক্রয়ের সুবিধা

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক এখানে

প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে: https://www.rflbd.com

আবেদনের শেষ তারিখ— ৩০ অক্টোবর ২০২৫।


এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।