ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

ক্যারিয়ার

ক্যারিয়ারে এগিয়ে থাকতে এই ৩ দক্ষতা আপনার আছে তো?

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৯, সেপ্টেম্বর ১৭, ২০২৫
ক্যারিয়ারে এগিয়ে থাকতে এই ৩ দক্ষতা আপনার আছে তো? কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ছবি

বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ডিগ্রি থাকাই যথেষ্ট নয়। এখন ক্যারিয়ার সাফল্যের মূল মাপকাঠি হলো নতুন দক্ষতা অর্জন।

তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে এগিয়ে নিতে হলে শেখার বিকল্প নেই। সুখবর হলো—বিশ্বের অনেক চাহিদাসম্পন্ন দক্ষতাই আজ অনলাইনে একেবারে বিনা খরচে শেখা যায়।

সবচেয়ে আলোচিত দক্ষতা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রম্পট ইঞ্জিনিয়ারিং। গবেষণা প্রতিষ্ঠান ম্যাককিন্সির হিসাবে, জেনারেটিভ এআই প্রতি বছর বৈশ্বিক অর্থনীতিতে কয়েক ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। ফলে কনটেন্ট তৈরি, ব্যবসার বিভিন্ন প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা, ডেটা বিশ্লেষণ কিংবা বাজার গবেষণার মতো ক্ষেত্রে এআই দক্ষতা অপরিহার্য হয়ে উঠছে। ডিজিটাল মার্কেটিং কনসালট্যান্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মতো পেশায় এর চাহিদা বাড়ছেই। আর শেখার জন্য রয়েছে Microsoft Learn, Google-এর AI for Everyone কিংবা ফোর্বসের তালিকাভুক্ত ফ্রি কোর্স।

তবে কেবল প্রযুক্তিগত জ্ঞান দিয়েই সাফল্য আসে না। ক্যারিয়ারে টেকসই অগ্রগতির জন্য দরকার শক্তিশালী নেতৃত্বের দক্ষতা। যুক্তরাষ্ট্রের শীর্ষ টেক কোম্পানির কর্মীদের প্রোফাইল বিশ্লেষণ করে দেখা গেছে—সবচেয়ে বেশি উল্লেখিত স্কিল হলো নেতৃত্ব। এর মাধ্যমে শুধু পদোন্নতি ও বেতন বৃদ্ধি নয়, বরং সহকর্মীদের আস্থা অর্জন ও দল পরিচালনায় সফলতা আসে। উদ্যোক্তাদের জন্যও এটি ব্যবসা দাঁড় করানোর মূল চালিকাশক্তি। প্রোডাক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার কিংবা অপারেশনস ডিরেক্টরের মতো পদে নেতৃত্বের দক্ষতা অপরিহার্য। শেখার জন্য হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্রি অনলাইন লিডারশিপ কোর্স কিংবা LinkedIn Learning হতে পারে কার্যকর প্ল্যাটফর্ম।

এর পাশাপাশি ২০২৫ সালের জন্য অত্যন্ত কার্যকর একটি দক্ষতা হলো কনটেন্ট ক্রিয়েশন। ডিজিটাল যুগে কনটেন্টই ব্র্যান্ড গড়ার প্রধান হাতিয়ার। যদিও এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি করা সহজ, তবে মৌলিক চিন্তা, ব্যক্তিগত অভিজ্ঞতা আর অনন্য দৃষ্টিভঙ্গি ছাড়া সেই কনটেন্ট আলাদা হয় না। তাই ক্যারিয়ার ব্র্যান্ডিং, চাকরি খোঁজা, ব্যবসায়িক প্রচারণা কিংবা থট লিডারশিপ গড়ে তুলতে এই দক্ষতা অপরিহার্য। ফ্রিল্যান্স কপিরাইটার, ঘোস্টরাইটার বা উদ্যোক্তা—সব জায়গায় কনটেন্ট ক্রিয়েশনের বড় চাহিদা আছে। আর শিখতে চাইলে HubSpot-এর ফ্রি Content Marketing Certification দারুণ সহায়ক হতে পারে।

ক্যারিয়ার উন্নতি মানেই শুধু অফিসের প্রশিক্ষণে সীমাবদ্ধ থাকা নয়। ব্যক্তিগত উদ্যোগে নতুন দক্ষতা অর্জনই হলো সাফল্যের আসল পথ। আর ২০২৫ সালে ক্যারিয়ারে স্মার্ট অগ্রগতির জন্য এআই জ্ঞান, নেতৃত্বের ক্ষমতা ও কনটেন্ট ক্রিয়েশনের মতো দক্ষতাই হবে সবচেয়ে বড় শক্তি। সবচেয়ে ভালো বিষয় হলো—এসব শেখার জন্য এক টাকাও খরচ করতে হবে না।  

এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।