ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ব্যাংকিং

ওয়ান ব্যাংক-হেরিটেজ রিসোর্টের মধ্যে চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২০
ওয়ান ব্যাংক-হেরিটেজ রিসোর্টের মধ্যে চুক্তি

ঢাকা: বেসকারিখাত ওয়ান ব্যাংক লিমিটেড এবং হেরিটেজ রিসোর্টের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ওই ব্যাংকে থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি ওয়ান ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান এবং হেরিটেজ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুর রাহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।

চুক্তি অনুসারে, ওয়ান ব্যাংকের কার্ড হোল্ডাররা (ক্রেডিট, ডেবিট এবং প্রি-পেইড) অগ্রাধিকারভিত্তিতে সারা বছরব্যাপী হেরিটেজ রিসোর্টে রুম ভাড়ায় ৪৫ শতাংশ ডিস্কাউন্ট এবং ভিআর গেইমজোনে ১০ শতাংশ ডিস্কাউন্টসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা পাবেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।