প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বরের ২০ দিনে প্রবাসী আয় এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার।
গত বছরের আগস্ট থেকে শুরু হওয়া এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক লেনদেনের চাপ কমিয়ে দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে।
২০২৪ সালের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স বেড়েছে ১৭.৯০ শতাংশ। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার।
গত বছরের সেপ্টেম্বর মাসের পাশাপাশি চলতি বছরের আগের মাস আগস্টের তুলনাতেও এ বছরের সেপ্টেম্বরে বেশি প্রবাসী আয় এসেছে। গত আগস্টের ২০ দিনে প্রবাসী আয় এসেছিল ২৬১ কোটি ৪৫ লাখ ডলার।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রবাসী আয়ের যে ইতিবাচক ধারা শুরু হয়েছিল, সেই অবিচ্ছিন্ন ধারা এখনো অব্যাহত রয়েছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাস ২০ দিনে বাড়তি ১০৫ কোটি ১০ লাখ মার্কিন ডলার বেশি প্রবাসী আয় এসেছে। চলতি ২০ সেপ্টেম্বর পর্যন্ত এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার, যেখানে আগের বছরের একই সময়ে এসেছিল ৫৭৫ কোটি ২০ লাখ ডলার।
প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়তে থাকায় এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ব্যাংকগুলো প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স সংগ্রহ করে নিজেদের চাহিদা মেটানোর পর বাড়তি ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে। এতে রিজার্ভ সমৃদ্ধ হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এ রিজার্ভ বৈদেশিক লেনদেনে বাংলাদেশকে আবারও স্বস্তি এনে দিয়েছে।
জেডএ/এমজে