ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মনসুর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন মনসুর সৈয়দ মনসুর মোস্তফা (ফাইল ফটো)

ঢাকা: বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন সৈয়দ মনসুর মোস্তফা।

মঙ্গলবার (১০ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞিপ্ততে এ তথ্য জানানো হয়।

তিনি ব্যাংকের সিনিয়র এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ ক্রেডিট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

২০১৫ সালে আইএফআইসি ব্যাংকে যোগদানের আগে তিনি ট্রাস্ট ব্যাংকে এক্রিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সৈয়দ মনসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি শেষ করে ১৯৯৬ সালে এবি ব্যাংকে শিক্ষানিবাস কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

মনসুর দেশে-বিদেশে ক্রেডিটরিস্ক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, লিডারশিপ, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সসহ ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
পিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।