ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

এভিয়াট্যুর

ক্যাথে প্যাসেফিকের নামের এ কি হাল!

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, সেপ্টেম্বর ২০, ২০১৮
ক্যাথে প্যাসেফিকের নামের এ কি হাল! বানান ভুল হওয়া সেই প্লেনের ছবি

যাত্রীসেবা পরিধি বৃদ্ধির লক্ষ্যে বহরে নতুন উড়োজাহাজ সংযোজন করা হয় ক্যাথে প্যাসেফিকের। কিন্তু তাতে উদ্দেশ্য সফল তো হলোই না, উল্টো পড়তে হলো ভোগান্তিতে।

হংকংভিত্তিক এয়ারলাইন্স ক্যাথে প্যাসেফিক তাদের বহরে সম্প্রতি একটি বোয়িং সংযোজন করে। যাত্রী পরিবহনের জন্য প্লেনটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা হলে হঠাৎ যাত্রীদের দৃষ্টিগোচর হয়, ‘ক্যাথে প্যাসেফিক’র (Cathay Pacific) বানান ভুলে ‘ক্যাথে প্যাসিক’ (Cathay Paciic) হয়ে রয়েছে।

 

এতে প্লেনটি ফের কারখানায় পাঠানো হয় ভুল সংশোধনের জন্য। আর এ সংক্রান্ত ছবি টুইটারে প্রকাশ করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, উপস.. বিশেষ এ ভুলটি বেশি সময় স্থায়ী হচ্ছে না! তাকে কারখানায় পাঠানো হয়েছে। যদিও এ ভুল শুধরাতে কয়েক হাজার ডলার মাশুল গুনতে হবে কর্তৃপক্ষকে।

এদিকে ছবিটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে অনেকে বাদ পড়া ‘এফ’ অক্ষরটি নিয়ে বিভিন্ন কৌতুক জমিয়ে তুলেছেন।  

তবে বিষয়টি আর কিছুই নয়, নিছক ভুল বলেই জানিয়েছেন ক্যাথে প্যাসেফিকের অঙ্গ প্রতিষ্ঠান হিকো’র এক প্রকৌশলী।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।