ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

এভিয়াট্যুর

নভোএয়ারে পরিচালক হিসেবে যোগ দিলেন সোহেল মজিদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, জুলাই ৩১, ২০২৫
নভোএয়ারে পরিচালক হিসেবে যোগ দিলেন সোহেল মজিদ সোহেল মজিদ

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারে সোহেল মজিদ পরিচালক, বিক্রয় ও বিপণন হিসেবে যোগদান করেছেন।

সোহেল মজিদ অ্যাভিয়েশন সেক্টরে দুই দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থা, স্বনামধন্য অনলাইন ট্রাভেল এজেন্সিতে দায়িত্বশীল পদে কাজ করেছেন।

 

নভোএয়ারে যোগদান প্রসঙ্গে সোহেল মজিদ বলেন, নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ নিয়ে নভোএয়ারে যোগ দিতে পেরে আমি গর্বিত। যাত্রীদের অন্যতম একটি বিশ্বস্ত ও পছন্দের এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছে। আমি এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কৌশল ও বাজার সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ সাফল্যে অবদান রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।  

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, সোহেল মজিদের মতো অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীর নভোএয়ারে যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ বিষয়। তার পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।

নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে।

নভোএয়ারের বিস্তারিত জানতে যোগাযোগ করুন ১৩৬০৩ অথবা ভিজিট করুন flynovoair.com।

এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।