ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

শিল্প-সাহিত্য

আইইউবিতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, মে ২৬, ২০২৫
আইইউবিতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন গান গাইছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী ফাতেমা তুজ জোহরা।

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার (২৫ মে) এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।  

বিশ্ববিদ্যালয়ের ডিএমকে লেকচার গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলো আইইউবির কাজী নজরুল ইসলাম ও আব্বাসউদ্দীন আহমদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি) এবং স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস।

একুশে পদকপ্রাপ্ত লেখক, অনুবাদক ও নজরুল-গবেষক অধ্যাপক নিয়াজ জামান অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন।  

তিনি নজরুলের জীবন, সাহিত্যকর্ম ও বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী ফাতেমা তুজ জোহরা নজরুল রচিত ও সুরারোপিত বেশ কয়েকটি গান পরিবেশন করেন। তার গাওয়া গানগুলোর মধ্যে হাওয়াইয়ান, স্প্যানিশ, দক্ষিণ ভারতীয় এবং বাংলার লোকসঙ্গীত দ্বারা প্রভাবিত সুরের গানগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য।

আইইউবির সাবেক শিক্ষার্থী এবং উদীয়মান কণ্ঠশিল্পী মো. ইউসুফ আহমেদ খান নজরুলের জনপ্রিয় ও বহুল শ্রুত কয়েকটি গান পরিবেশন করেন।  

অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি নজরুলের দুটি কালজয়ী কবিতা ‌‘বিদ্রোহী’ ও ‘মানুষ’ আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মারিয়াম বিনতে হাসান ফারিন।

সদ্যপ্রয়াত একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সংগীত গবেষক মুস্তাফা জামান আব্বাসীর স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এক দশকেরও বেশি সময় আগে কেএনআইএএআরএসসি প্রতিষ্ঠার সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি জনাব তৌহিদ সামাদ এবং উপাচার্য অধ্যাপক ম. তামিম।  

স্বাগত ও সমাপনী বক্তব্য দেন কেএনআইএএআরএসসি’র পরিচালক অধ্যাপক ড. আহমেদ আহসানুজ্জামান।  

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টি ড. হোসনে আরা আলি, উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড এবং কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।