ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক কবীর হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মে ২৭, ২০২৫
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক কবীর হোসেন ড. মো. কবীর হোসেন

ঢাকা: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানবসম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কবীর হোসেনকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক নিযুক্ত করা হয়েছে।  তিনি ড. জাহেদুল হাছানের স্থলাভিষিক্ত হবেন।

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সোমবার (২৬ মে) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে।

ড. কবীর ২০০০ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগ দেন এবং বর্তমানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৯-২০২৪ সালে মানবসম্পদ ব্যবস্থাপনার প্রধান এবং ২০২৪-২০২৫ সালে রূপপুর প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

এই সময়ে তিনি মানবসম্পদ উন্নয়ন, আইএইএ ও রাশান ফেডারেশনের সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় এবং প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে নকশা ও বাস্তবায়নে অবদান রেখেছেন।


এ ছাড়া তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ), জাপান অ্যাটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, রাশিয়ার ওবনিনস্কের সিআইসিইটি এবং আরসিএর আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ, কর্মশালা ও মিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এসব অভিজ্ঞতা রূপপুর প্রকল্প বাস্তবায়ন এবং দেশের পরমাণু অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানিয়েছে পরমাণু শক্তি কমিশন।

এ ছাড়া পরমাণুবিষয়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি, পরমাণু মিশনের জন্য প্রাক্‌-পর্যবেক্ষণ ও স্ব-মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত, সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে তিনি দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রামে রাশান ফেডারেশনের কারিগরি সহায়তায় নির্মিত হচ্ছে সর্বাধুনিক থার্ড প্লাস জেনারেশনের ভিভিইআর-১২০০ প্রযুক্তির দুটি ইউনিট। নির্মাণকাজ শেষ হলে ইউনিট দুটি থেকে মোট দুই হাজার ৪শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।