ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

আড়াইহাজারে হামলার প্রতিবাদে ছাত্রদলের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
আড়াইহাজারে হামলার প্রতিবাদে ছাত্রদলের ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি-ছাত্রদল নেতাদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ঝটিকা মিছিল করেছে আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়াইহাজার বাজারস্থ হামলার স্থানেই এ ঝটিকা মিছিল করে নেতাকর্মীরা।

 

আড়াইহাজার পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাতের নেতৃত্বে এ ঝটিকা মিছিল হয়। এতে ছাত্রদলের পৌরসভা ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি দ্রুত হামলার প্রতিবাদে নানা স্লোগান দিয়ে চলে যায়।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আড়াইহাজার বাজারস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর আগে দুপুরে নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের নেতা নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েস্বর চন্দ্র রায়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ডজনখানেক কেন্দ্রীয় নেতা।  

বিকেলে এ পথে তারা ফিরছিলেন ঢাকার দিকে। এসময় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। হামলার গুরুত্বর আহন হন জুয়েল।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।