ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশে ভিক্ষা নেওয়ার লোক পাওয়া যায় না: মতিয়া

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
দেশে ভিক্ষা নেওয়ার লোক পাওয়া যায় না: মতিয়া

জামালপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের কারণে দেশে এখন দরিদ্র মানুষ নাই। এখন ভিক্ষা নেওয়ার লোকও খুঁজে পাওয়া যায় না।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে সিংহজানী মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। যারা বাংলাদেশ একসময় তলাবিহীন ঝুড়ি বলেছে তারাই বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক হয়। তাদের হাতেই শেখ হাসিনা পুরস্কার নেয়।

আপনারা সাংবাদিক ভাইয়েরা অন্যান্য দেশের উন্নয়নের সাথে বাংলাদেশের উন্নয়ন তুলনা করে সংবাদ পরিবেশন করুন। বিশ্বের আর একটি দেশেও খুঁজে পাবেন না যেখানে বছরের প্রথম দিন লাখ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহামেদ চৌধুরী প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।