ঢাকা, সোমবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

হিন্দুরা যাতে অনিরাপদ বোধ না করে তা সরকারকেই নিশ্চিত করতে হবে: নাহিদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৩, সেপ্টেম্বর ২৮, ২০২৫
হিন্দুরা যাতে অনিরাপদ বোধ না করে  তা সরকারকেই নিশ্চিত করতে হবে: নাহিদ এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে। আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই তাদের দাবিপূরণে সহায়তা করবেন।

তাদের সঠিক মর্যাদা  নিশ্চিত করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে সরকারকেই তা নিশ্চিত করতে হবে।  

রোববার ২৮ (সেপ্টেম্বর) সন্ধায় তিনি  ঢাকেশ্বরী মন্দির আসেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা-১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক আরও বলেন, আগামী নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করবে এনসিপি। হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে সেজন্য সরকারকে অনুরোধ জানাই। প্রতিটি পুজামণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে এনসিপির নেতাকর্মীরা।

ডিএইচবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ