ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

যেমন ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

ডিএইচ বাদল, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
যেমন ছিল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ( ১ সেপ্টেম্বর) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড-থানা থেকে রংবেরঙের ব্যানার,ফেস্টুন নিয়ে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন শত শত নেতা কর্মী।

হাতে ভুভুজেলা বাঁশি,ব্যান্ড পার্টি ও সাউন্ডবক্সের শব্দ নয়াপল্টনের শোভাযাত্রায় মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে।


দুপুর সাড়ে তিনটায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই শুরু হয় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা।

 লাল সবুজ শাড়ি পরে বিএনপি মহিলা দলের নেতাকর্মীরা শোভাযাত্রার সম্মুখে অবস্থান নেন। এরপর ছাত্রদল,যুবদল, তাঁতীদল,মৎসজীবীদল, কৃষকদল,শ্রমিকদল ও জাসাসের নেতা কর্মীরা ছিলেন। মাঝে ছিলেন স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

বিএনপি নেতা-কর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা। মাথায় লাল,সবুজ, টুপি আর গায়ে ভিন্ন ভিন্ন রঙের জামা পরে বিভিন্ন এলাকা থেকে শোভা যাত্রায় যোগ দেন যুবদল,ছাত্রদল ও কৃষকদলের নেতা কর্মীরা।

শোভাযাত্রার মূল আকর্ষন ছিল হাতি ও ঘোড়ার গাড়ি। তাদের পিঠে চড়ে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে যান গন্তব্যের পথে।  

শোভাযাত্রায় বিএনপির নেতাকর্মীরা লোহার ঘর দিয়ে বানানো আয়না ঘর, মৎসজীবী দলের নেতাকর্মীরা মাছ ধরার পলো,জালসহ নানা রকমের প্রতীকী নিয়ে আসেন।


বিকেল ছয়টায় কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।