ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

রাজনীতি

স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন

ঢাকা: সাবেক ছাত্র নেতা আলমগীর সিকদার লোটনকে আহ্বায়ক ও মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির বর্তমান কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। পাশাপাশি সাবেক ছাত্র ও যুবনেতা আলমগীর সিকদার লোটনকে আহ্বায়ক ও মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে আগামী চার মাসের মধ্যে উপজেলা ও জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত করার শর্তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।

ইতোমধ্যে তা কার্যকর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৪
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।