ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে গণসংযোগ

ঢাকা: আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনের পক্ষে গণসংযোগ করেছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ।

গণসংযোগকালে রাজ্জাক খান রাজ বলেন, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন সাহেব চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিপুল পরিমাণে ভোট পেয়ে জয়লাভ করবেন বলে আমি আশা ব্যক্ত করছি।

নিজ উদ্যোগেই দায়িত্ব নিয়ে এ প্রচারণা চালিয়ে যাচ্ছি।

মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ এর সঙ্গে গণসংযোগকালে  আরও অংশ নেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।