ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির গ্রেফতার নেতাদের বাসায় ইশরাক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
বিএনপির গ্রেফতার নেতাদের বাসায় ইশরাক গ্রেফতার নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজ-খবর নিয়েছেন ইশরাক হোসেন

ঢাকা: রাজধানীর বংশালে পুরনো মামলায় গ্রেফতার হওয়া বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের বাসায় গিয়ে তাদের পরিবারের লোকজনের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের এসব নেতাকর্মীর বাসায় যান তিনি।

ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ বাংলানিউজকে জানান, প্রথমে সাবেক ৬৮ নম্বর এবং বর্তমান ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মো. রফিকের বাসায় গিয়ে তার পরিবারের খোঁজ-খবর নেন ইশরাক। এসময় তার পরিবারকে সান্ত্বনা দেন তিনি। এরপর যান একই মামলায় গ্রেফতার হওয়া আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান নাদিমের বাসায়। সেখান থেকে ছাত্রদলের সাবেক নেতা শহিদুল্লাহ রানা ও ৩১ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুমের বাসায় যান। এসময় ইশরাক তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি যেকোনো সংকটে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বংশাল থানা বিএনপির প্রবীণ নেতা হাজী শাহজাহান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল্লাহ জাফরু, বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দিন তাইজু, সাংগঠনিক সম্পাদক মো. আদিল, ৩৫ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব আলী সরকার, বিএনপি নেতা ডালিম, মোশাররফ, কামালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এমএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।