bangla news

বরিশালে সংবাদপত্র হকারদের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-১৫ ২:৫৪:৪৬ পিএম
বরিশালে সংবাদপত্র হকারদের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা। ছবি- বাংলানিউজ

বরিশালে সংবাদপত্র হকারদের ওয়ার্কার্স পার্টির অর্থ সহায়তা। ছবি- বাংলানিউজ

বরিশাল: করোনা পরিস্থিতিতেও দেশের মানুষের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দিতে ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন সংবাদপত্র হকাররা। এরই সূত্রে বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্যদের মাঝে নগদ অর্থ সহায়তা ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বরিশাল মহানগর ও জেলা কমিটি।

শুক্রবার (১৫ মে) বেলা ১২টায় বরিশাল নগরের ফকিরবাড়ি রোডে ওয়ার্কার্স পার্টির দলীয় কার্যলয় প্রাঙ্গনে হকার্স ইউনিয়নের সদস্যদের হাতে নগদ অর্থে তুলে দেওয়া হয়।

পার্টির বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, মহানগর সদস্য জাফর হোসেন, নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মহানগর আহ্বায়ক শামিল শাহরুখ তমাল, মিন্টু, রতন চক্রবর্তী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মে ১৫, ২০২০
এমএস/এইচজে

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-05-15 14:54:46