ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, অক্টোবর ২২, ২০২৫
বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির হুমায়ুন কবির

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে দলীয় দায়িত্বে যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে নিয়োগ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পদায়নের তথ্য জানানো হয়।

হুমায়ুন কবির দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপিতে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন।  

এছাড়া, আগামী নির্বাচনে তিনি গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর নির্বাচনী আসন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)-এ ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন।

এসবিডব্লিউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।