ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘ধর্মীয় বিভাজনের রাজনীতি ক্ষতি করছে ফিলিস্তিনের আন্দোলন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মার্চ ৯, ২০২০
‘ধর্মীয় বিভাজনের রাজনীতি ক্ষতি করছে ফিলিস্তিনের আন্দোলন’

ঢাকা: ধর্মের নামে বিভাজনের রাজনীতি ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে যারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষের মানুষদের আন্দোলনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সোমবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শান্তি পরিষদের আয়োজনে ‘প্যালেস্টাইনের জনগণের সাথে সংহতি এবং সাম্প্রতিক প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন একথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আমাদের দেশের ইসলামপন্থি আন্দোলনকারীরা ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে আন্দোলন করে না।

জুমাবারে নামাজের শেষে তারা মিছিল করলেও স্বাধীনতার আন্দোলনের বিষয়ে নড়াচড়া করে না।

তিনি বলেন, ইসরায়েলে নব্য নাৎসির উদ্ভব হয়েছে। এদের বিরুদ্ধে আমাদের থাকতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্দোলন করে যেতে হবে।

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, শান্তি পরিষদের সদস্য মমতাজ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ০৯, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।