bangla news

অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে জিএম কাদেরের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-১২-০৯ ৯:২০:৩৩ পিএম

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত পদার্থ বিজ্ঞানের অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। 

সোমবার (৯ ডিসেম্বর) এক শোকবার্তায় জিএম কাদের তার আত্মার মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় মহান ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন ও উনসত্তরের গণঅভ্যুত্থানে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন। একজন আদর্শবান শিক্ষাবিদ হিসেবে অজয় রায় অনুকরণীয় হয়ে থাকবেন।

অধ্যাপক অজয় রায়ের মৃত্যুতে অনুরূপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসএমএকে/ওএইচ/

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-12-09 21:20:33