ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

খাগড়াছড়িতে খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৯
খাগড়াছড়িতে খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি জেলা বিএনপির নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ি বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৮ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কে যাওয়ার পথে ভাঙ্গাব্রিজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।


 
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম।
 
সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, মিথ্যা মামলায় কারাগারে বন্দি খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে সরকার। তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশবাসী অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চায়।  
 
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির সহ-সভাপতি মোসলেম উদ্দিন, মংসাথোয়াই চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের শাহেদ সুমনসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  
 
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।