ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

রাজনীতি

খোকসায় আ’লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
খোকসায় আ’লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষ। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন ও কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টায় খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুপুর ২টার দিকে জেলা সভাপতির সর্মথক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সমর্থকরা লাঠি সোটা নিয়ে সভাস্থল দখলের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


এর আগে সকাল ১০টার দিক থেকেই সভাস্থলের চেয়ার দখলে রাখে সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থকরা।

আহতদের মধ্যে রবিন খান (২৮), জয়নাল মোল্লা (৫৫), শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম ওরফে সাইদুল (৪৩), আকাশ (১৮), আছিব (১৬), উজ্জল (৪৮), সাগর (২৬), নয়ন (৩০), লিটন (৩০), জিহাদ (১৭), দুলাল (২৮), মতিন শেখ (৩৫), হজরত (৩২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন ও সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থকদের দলীয় কোন্দল রয়েছে। খোকসা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। সকাল ১০টার দিকে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে সভাস্থল ত্যাগ করে সদর উদ্দিন খাঁনের সমর্থকরা।

এরপর দুপুর ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামের সমর্থকরা লাঠি সোটা নিয়ে সভাস্থল দখলের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশ বেরিকেড উপেক্ষা করে সভাস্থল দখল নিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর সভাস্থল পরিদর্শন করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরীন কান্তা ও কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস দিশা। পরে তারা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গুরুত্বপূর্ণ আট পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সম্মেলন স্থলে চারিদিকে সাদা পোশাকের পুলিশ রাখা হয়।
পরে কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে পুরাতন কমিটির সভাপতি বাবুল আখতারকে সভাপতি ও তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।