bangla news

‘খা‌লেদা জিয়া‌কে বেআইনিভা‌বে আট‌কে রাখা হ‌য়ে‌ছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০৯-০১ ১:১৬:১৯ পিএম
বিএনপির সমাবেশ। ছবি: বাংলানিউজ

বিএনপির সমাবেশ। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ব‌রিশাল মহানগরের সভাপ‌তি মো. ম‌জিবুর রহমান স‌রওয়ার বলেন, খা‌লেদা জিয়া‌কে বেআইনিভা‌বে আট‌কে রাখা হ‌য়ে‌ছে। জনগণ কিছু‌তেই তা মে‌নে নে‌বেনা।

‌রোববার (০১ সে‌প্টেম্বর) বেলা ১১টায় নগরের সদর রো‌ডস্থ বিএনপির দলীয় কার্যালয় চত্ব‌রে দলের ৪১তম প্র‌তিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌য়ো‌জিত সমা‌বেশে তিনি এসব কথা ব‌লেন।

মজিবুর রহমান সরওয়ার বলেন, খা‌লেদা জিয়া নি‌র্দোষ। রাজ‌নৈ‌তিক প্র‌তি‌হিংসার কারণেই তাকে আট‌কে রাখা হ‌য়ে‌ছে।

কেন্দ্রীয় যুগ্ম মহাস‌চিব ও ব‌রিশাল মহানগরের সভাপ‌তি ম‌জিবুর রহমান স‌রওয়ারের সভাপতি‌ত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- মহানগর সহ-সভাপ‌তি ম‌নিরুজ্জামান ফারুক, সাধারণ সম্পাদক জিয়াউ‌দ্দিন সিকদার প্রমুখ।

এ‌দি‌কে সমা‌বেশকে ঘিরে নগরীতে অতিরিক্ত পু‌লিশ মোতা‌য়েন ছিল। 

বাংলা‌দেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ০১, ২০১৯
এমএস/এসএ

ক্লিক করুন, আরো পড়ুন :   বরিশাল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2019-09-01 13:16:19