ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খুলনা বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৪, জুলাই ১, ২০২৫
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে খুলনা বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

খুলনা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ব্যাপক পরিসরে পালন করছে খুলনা মহানগর বিএনপি। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে দলটি।

সোমবার (৩০ জুন) বিএনপির মিডিয়া সেল প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজয় মিছিল, মৌন মিছিল, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্টসহ ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণ করছে বিএনপি।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে জুলাই-আগষ্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণ,শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ,সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি,  ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ও দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে ৩০ জুন রাতে  'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগর ছাত্রদল ও জেলা ছাত্রদল এর আয়োজন করে। এতে খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ ছাত্রদলের নেতা-কর্মী ও বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

এছাড়া মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৩ জুলাই ড্যাবের উদ্যোগে রক্তদান কর্মসূচী খুলনা প্রেসক্লাব মিলনায়তনে, ০৬ জুলাই যুবদলের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা সিএন্ডবি কলোনী মাঠে, ১১ জুলাই জাসাসের উদ্দোগে সাংস্কৃতিক অনুষ্ঠান জিয়া হল চত্বর (শিববাড়ীর মোড়), ১৮ জুলাই ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল, মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ, ২০ জুলাই কৃষকদল ও আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান (বৃক্ষ রোপন), ২২ জুলাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের আন্দোলনে নারীদের অবদান শীর্ষক সেমিনার। ২৭ জুলাই গ্রাফিতি আঁকন- ছাত্রদলের উদোগে। ৩১ জুলাই জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আলোচনা সভা ও মার্চ ফর জাস্টিস। ০২ আগষ্ট পথ নাটক- জাসাস-এর উদ্যোগে। ০৬ আগষ্ট বিএনপি উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে।


এমআরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।