ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি, যা লেখা হয়েছে প্রধানমন্ত্রীকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি, যা লেখা হয়েছে প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পৌঁছে দেওয়া হয়েছে চিঠি

ঢাকা: গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রের আমন্ত্রণপত্রের পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিটি আনুষ্ঠানিকভাবে গণভবনে শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৫ মিনিটে হস্তান্তর করা হয়। গ্রহণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ খোরশেদ আলম।

চিঠিটি হস্তান্তর করেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, সমন্বয় কমিটির সদস্য আজমিরি বেগম ছন্দা ও মিডিয়া প্রধান জাহাঙ্গীর আলম প্রধান।

সুব্রত চৌধুরী প্রধানমন্ত্রীকে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণভবনে ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রের আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় চা-চক্রের আমন্ত্রণ অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে। কমিটি এই চা-চক্রে অংশ না নেওয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে। ’

‘গত ৩০ ডিসেম্বর নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। সেদিন দেশের মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করার ক্ষমতা হরণ করা হয়েছে। ’

‘অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনও জেলে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী আহুত চা-চক্রে অংশগ্রহণ করা কোনোক্রমেই সম্ভব নয়। ’
 
সুব্রত চৌধুরী, সদস্য স্টিয়ারিং কমিটি, জাতীয় ঐক্যফ্রন্ট ও নির্বাহী সভাপতি গণফোরাম।
 
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯ 
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।