ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা শনিবার

ঢাকা: গণফোরামের কেন্দ্রীয় কমিটির বৈঠক ডেকেছেন দলটির সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গণফোরামের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন সংবাদ সম্মেলন করতে পারেন বলেও জানা গেছে।

গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে গণফোরামের বিজয়ী দুই প্রার্থীর শপথ ও সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।

এর আগে গত ৫ জানুয়ারি (শনিবার) দিনব্যাপী রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দলটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা হয়। পরে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে বক্তেব্য রাখেন ড. কামাল হোসেন। তবে ওই সভায় দলের নির্বাচিত দুই সদস্য সুলতান মো. মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন কি-না সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি।
 
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।