ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

রাজনীতি

সরে দাঁড়ালেন জাপার আক্কাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
সরে দাঁড়ালেন জাপার আক্কাস

কুড়িগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক এম এ মতিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও লাঙল মার্কার প্রার্থী ডা. আক্কাস আলী সরকার।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মতিনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।  

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত জোট নির্বাচনে সহিংসতা করার পরিকল্পনা করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন।

এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুড়িগ্রাম-৩ আসনে মহাজোটের একক প্রার্থী এখন থেকে অধ্যাপক এমএ মতিন।

জাতীয় পার্টির মনোনীত লাঙল মার্কার প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার বলেন, শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশে আমি কুড়িগ্রাম-৩ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এফইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।