ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

‘বিএনপি ইসি ও নির্বাচনকে বিতর্ক করার চেষ্টা করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
‘বিএনপি ইসি ও নির্বাচনকে বিতর্ক করার চেষ্টা করছে’ বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া: ‘শুরুতে বিএনপি নির্বাচন বয়কট করতে না পেরে নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত হয়েছিল। পরবর্তীতে নির্বাচনে অংশ নেয়ার পর নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় বিএনপি নির্বাচন কমিশন (ইসি) ও নির্বাচনকে বিতর্ক করার চেষ্টা করছে।’

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় জেলার ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে হানিফ বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি ক্ষমতায় থাকতেও জনবিচ্ছিন্ন ছিলো।

আবার ক্ষমতার বাইরে থেকেও জনবিচ্ছিন্ন। বিএনপি জানে নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তাদের জয়লাভের কনো সুযোগ নেই। ’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ নন্দী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদসহ জেলার ক্রীড়াবিদ ও সংস্থার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।