ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মমতাজের জন্য নৌকায় ভোট চাইলেন জাহিদ মালেক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
মমতাজের জন্য নৌকায় ভোট চাইলেন জাহিদ মালেক জনসভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জন্য নৌকা মার্কায় ভোট চাইলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মমতাজের জন্য তিনি নৌকায় ভোট চান।

হাটিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মনির হোসেনের সভাপতিত্ব জনসভায় বক্তব্য রাখেন- মানিকগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী জাহিদ মালেক স্বপন, মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেটে গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মালেক বলেন, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নাই। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে মমতাজকে জয়ী করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের প্রতি অনুরোধ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।