ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কুড়িগ্রামে নাশকতার অভিযোগে জামায়াতের ৪ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
কুড়িগ্রামে নাশকতার অভিযোগে জামায়াতের ৪ নেতা আটক

কু‌ড়িগ্রাম: কু‌ড়িগ্রা‌মের ভুরুঙ্গামারী উপ‌জেলায় নাশকতার অভিযোগে চার জামায়াত নেতাকে আটক করেছে পু‌লিশ। 

শুক্রবার (২১ ডি‌সেম্বর) সকালে উপজেলার দিয়াডাঙ্গা টেকনিকেল কলেজ ক্যাম্পাস অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন হামিদী, তিলাই ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলী, সেক্রেটারি রমজান আলী ও জয়ম‌নিরহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ইমতিয়াজ কবির বাংলা‌নিউজ‌কে জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে ক‌লেজ ক্যাম্পা‌সে গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতিটের পেয়ে আরও ১০ থেকে ১২ জন পালিয়ে গেছেন।  
এ বিষ‌য়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ও জানান ওসি ইমতিয়াজ।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডি‌সেম্বর ২১, ২০১৮
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।