ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপির মনোনয়ন পেলেন কনকচাঁপা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৩, নভেম্বর ২৭, ২০১৮
বিএনপির মনোনয়ন পেলেন কনকচাঁপা কনকচাঁপা

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসনে ধানের শীষের হয়ে লড়তে দলীয় মনোনয়ন পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। 

সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন তিনি।  

বিকেলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে মনোনয়নের চিঠি বিতরণের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এদিকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তারকাদের তালিকায় আরও রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক ও সঙ্গীতশিল্পী মনির খান এবং জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক হেলাল খান।
 
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।