ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

বিকেলে শাহবাগে বিক্ষোভ করবে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, সেপ্টেম্বর ২৩, ২০২৫
বিকেলে শাহবাগে বিক্ষোভ করবে এনসিপি সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার দাবিতে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ ডেকেছে দলটি।

দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, এনসিপির মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।  পাশাপাশি সারাদেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম বলেন, আজ অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের লক্ষ্য করে সন্ত্রাসী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা তৎপরতা চালাচ্ছে। আমরা এর আগে গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাদের হত্যার নীলনকশা নিয়ে আক্রমণ করতে দেখেছি। উপদেষ্টা ও গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলম যখন বিদেশ গিয়েছিলেন, তখন তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস তার সফরসঙ্গী হিসেবে তিনটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে গিয়েছেন। তারা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে লক্ষ্য করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হামলা করে এবং ভৎর্সনা করে।

এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে বলতে চাই, যে ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে, তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে উপর্যুক্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যখন উপদেষ্টা মাহফুজ আলমের ওপর আক্রমণ হয়েছিল, তখনও আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সঙ্গে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভেতর থেকে এই তথ্যগুলো লিক করা হয়। সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলে গতকালের ঘটনাটি ঘটছে।

সরকার ও পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহি চেয়ে তিনি বলেন, ড. ইউনূস তার সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে গেলেন। সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের (নেতাদের) সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার ও প্রশাসনের। সেটি করতে তার ব্যর্থ হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নানা তৎপরতা দেশে-বিদেশে করছে, তারই ধারাবাহিকতা হিসেবে গতকালের ঘটনাটি দেখতে হবে। ফলে সরকারের পক্ষ থেকেও বিচার নিশ্চিত করার যে কথা আমরা বারবার বলে আসছি, সেই জায়গায় দুর্বলতা আছে বলেই আওয়ামী লীগ এত তৎপরতা করার সুযোগ পাচ্ছে।

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ করা হয়।

এসসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।