ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মিরপুর পৌরসভার সাবেক মেয়রের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
মিরপুর পৌরসভার সাবেক মেয়রের কারাদণ্ড

কুষ্টিয়া: চেক জালিয়াতি মামলায় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সাবেক মেয়র সাইফুল হক খান ফারুক চৌধুরীকে (৬০) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (১৮ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

 

দণ্ডপ্রাপ্ত ফারুক চৌধুরী মিরপুর পৌরসভার দুইবার মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

ফারুক চৌধুরীর বাড়ি মিরপুর উপজেলার হরিতলা গ্রামে।

আদালত সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সিরাজুল ইসলামের দায়ের করা ১৩ লাখ ৭০ হাজার টাকার চেক প্রতারণা মামলায় তাকে এ সাজা দেওয়া হলো।  

১৯৯৯ সালে মিরপুর পৌরসভা ঘোষণা হলে ফারুক চৌধুরী মেয়র নির্বাচিত হন। পরে ২০০৪ সালেও তিনি পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হওয়ায় দীর্ঘদিন তাকে কারাগারে থাকতে হয়।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।