ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

রাজনীতি

বাঘাইছড়িতে আওয়ামী লীগের ২ নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, এপ্রিল ৪, ২০১৮
বাঘাইছড়িতে আওয়ামী লীগের ২ নেতাকে অব্যাহতি

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- দীপংকর তালুকদার এবং স্নেহ কুমার কার্বারী। তারা উভয়ই উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।

দু’জনেই পারিবারিক এবং বয়োঃবৃদ্ধ কারণ দেখিয়ে অব্যাহতি চেয়ে আবেদন করলে উপজেলা আওয়ামী লীগ তা বিবেচনায় নিয়ে গ্রহণ করে।

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গণ মাধ্যমে পাঠানো উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়।

বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।