ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাজাকার-আলবদরদের বিচার হওয়ায় দেশ পাপমুক্ত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, মার্চ ২৯, ২০১৮
রাজাকার-আলবদরদের বিচার হওয়ায় দেশ পাপমুক্ত সেমিনারে বক্তব্য রাখছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান/ছবি: বাংলানিউজ

ঢাকা: বঙ্গবন্ধুর হত্যাকারী ও রাজাকার-আলবদরদের বিচার হওয়ায় দেশ পাপমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বৃহস্পতিবার (২৯ মার্চ)জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন আয়োজিত ‘স্বাধীনতার ৪৭ বছরে জনপ্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

নৌমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে গড়ে তুলতে নিরলসভাবে পরিশ্রম করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

কিন্তু স্বাধীনতাবিরোধী চক্র তাকে হত্যা করে, উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে। দীর্ঘদিন স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় না থাকায় দেশে কাঙ্খিত উন্নয়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ।

বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে বক্তব্য রাখেন- ফরায়েজী আন্দোলনের মহাসচিব মো. আজিজুল রহমান, যুগ্ম মহাসচিব মহিউদ্দীন, যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মো. হোসাইন ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।