ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শিবপুরে যুবলীগ নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০৩, মার্চ ২৭, ২০১৮
শিবপুরে যুবলীগ নেতা খুন

নরসিংদী: নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সৈকত (৪৫) খুন হয়েছেন।

মঙ্গলবার (২৭ মার্চ) সকালে জেলার শিবপুর পৌরসভার বাঁশ বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
সৈকতের শিলমান্দি এলাকার রোস্তম আলীর ছেলে।

যুবলীগ নেতা সৈকত ঝুট ব্যবসা করতেন।  

তার বাবা জানান, সোমবার (২৬ মার্চ) রাতে পরিচিত এক ব্যক্তির ফোন পেয়ে নরসিংদী শহরে যাওয়ার কথা বলে নিজের প্রাইভেটকার নিয়ে  বাড়ি থেকে বের হন সৈকত। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। এসময়ে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পর সকালে শিবপুরে তার মরদেহ পাওয়া গেল।
 
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকালে শিবপুর পৌরসভার বাঁশ বাজার এলাকায় মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার প্রাইভেটকারটি পাওয়া যায়নি।  

তিনি আরও জানান, হত্যাকারী কে বা কারা তা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া প্রাইভেটকারটি উদ্ধারে পুলিশের তিনটি দল অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।