ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

লংগদুতে জামায়াতের সাত নারী কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, মার্চ ২৬, ২০১৮
লংগদুতে জামায়াতের সাত নারী কর্মী আটক আটক জামায়াত কর্মী

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লকের এক বাড়িতে গোপন বৈঠক থেকে জামায়াতের সাত নারী কর্মীকে আটক করেছে পুলিশ। 

সোমবার (২৬মার্চ) সকালে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক সাংগঠনিক বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

তাদের নাম পুলিশ এখনও জানায়নি।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বাংলানিউজকে জানান, মুসলিম ব্লকের রাবেতা মডেল হাইস্কুলের শিক্ষক ওসমানের বাসায় জামায়াতের সক্রিয় ছয় নারী কর্মী ও এর অঙ্গ সংগঠন ইসলামিক ছাত্রী সংস্থার এক কর্মী গোপনে সাংগঠনিক বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বর্তমানে থানায় রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।