ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৩, মার্চ ২৪, ২০১৮
২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে সমাবেশে আমির হোসেন আমু-ছবি-বাংলানিউজ

ঝালকাঠি: শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে।

শনিবার (২৪ মার্চ) বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, বাঙালি জাতি নির্যাতিত, নিপীড়িত, শোষণের যাঁতাকল থেকে মুক্তি পাবে।

মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে সেটাই চেয়েছিলেন বঙ্গবন্ধু। যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমান বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে।

এসময় মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান।  

এসময় আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান প্রমুখ।

সভাশেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহর ঘুরে পৌর মিনিপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।