ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কমলনগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, মার্চ ৬, ২০১৮

লক্ষ্মীপুর: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ করেছে দলীয় নেতাকর্মীরা। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আজাদকে আটক করে পুলিশ।

মঙ্গলবার (৬ মার্চ) বিকেলে উপজেলার চর লরেন্স বাজারে বিক্ষোভ মিছিল বের করলে তাকে আটক করা হয়।

আটক আজাদ হাজিরহাট ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চর জাঙ্গালীয় গ্রামের আনিছুল হকের ছেলে।

কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. হান্নান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।  

মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ